শুক্রবার, ২৭শে জুলাই, ২০১৮ ইং ১২ই শ্রাবণ, ১৪২৫ বঙ্গাব্দ

আজই সিরিজ নিশ্চিত করতে চায় টাইগাররা

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে লজ্জাজনক হোয়াইটওয়াশ হওয়ার পর ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে স্বরূপেই দেখা গেছে টাইগারদের। একই সঙ্গে ক্যারিবীয়দের বিপক্ষে ৪৮ রানের জয় তুলে নিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেছে টিম বাংলাদেশ। তাই আজ বুধবার দ্বিতীয় ওয়ানডে জিতেই সিরিজ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল।

দ্বিতীয় ওয়ানডেতেও একই ধারা বজায় রেখে আজ মাঠে নমবে টাইগাররা। টেস্ট সিরিজে ছন্দহারা টাইগার ব্যাটসম্যানরা প্রথম ওয়ানডেতে স্বরূপে ফেরায় স্বস্তি ফিরে। পরে ওয়ানডে অধিনায়ক মাশরাফি দলে ফিরে দলের এবং বোলিংয়ে দারুন নেতৃত্ব দেওয়ার ফলে বাংলাদেশের জয়ের পথটা অনেকটা সহজ হয়ে যায়।

ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই এনামুল হক বিদায় নিলে বাংলাদেশের ক্রিকেট প্রেমিদের ভিতরে কিছুটা হতাশা বিরাজ করে। এরপর অভিজ্ঞ তামিম ও সাকিবের অসাধারণ ব্যাটিংয়ে ও শেষে মুশফিকের টর্নেডো ইনিংসে বড় সংগ্রহ পায় বাংলাদেশ।

২৮০ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা ক্যারিবীয় ব্যাটসম্যানরা শুরু থেকেই তেমন সুবিদা করতে পারেনি। ফলে বাংলাদেশের জয় অনেকটা সহজ হয়ে যায়। ফলে আজ বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিততে চায়।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলতে গায়নার প্রোভিডেন্স স্টেডিয়ামে নামবে বাংলাদেশ। ম্যাচ শুরু হবে রাত সাড়ে ১২টায়।