বুধবার, ১৪ই নভেম্বর, ২০১৮ ইং ৩০শে কার্তিক, ১৪২৫ বঙ্গাব্দ

নির্বাচন পেছানোর সিদ্ধান্ত সোমবার

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের তারিখ পেছানো হবে কিনা-তা জানা যাবে আগামীকাল সোমবার (১২ নভেম্বর)। রোববার বিকেলে সাংবাদিকদের এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।এর আগে, নির্বাচনে ভোট গ্রহণের দিন এক মাস পিছিয়ে তফসিল ঘোষণার দাবি জানিয়ে ইসির কাছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত একটি চিঠি জমা দেয়া হয়।

ইসিকে চিঠি দেওয়ার বিষয়টি নিশ্চিত করে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের বলেন, জাতীয় প্রেসক্লাবে এর আগে রোববার দুপুরে সংবাদ সম্মেলন করে ঐক্যফ্রন্ট নির্বাচন এক মাস পেছানোর দাবি জানিয়েছিল। সেই দাবি আমরা লিখিতভাবে নির্বাচন কমিশনের কাছে দিয়েছি।

প্রসঙ্গত, রোববার দুপুরেই নির্বাচনে যাওয়ার ঘোষণা দেয় ঐক্যফ্রন্ট। জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই ঘোষণায় ছিলো নির্বাচন এক মাস পেছানোর দাবি। এরপর বিকেলে ইসিতে গিয়ে এই চিঠি দেয়া হলো। এর আগে দলটি ইসিকে জানায় কোন কোন নিবন্ধিত রাজনৈতিক দল নিয়ে তারা ধানের শীষ প্রতীকে নির্বাচন করবে। এ সময় আটটি দলের কথা উল্লেখ করেন তারা।আগামী ২৩ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের ভোট। এ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৯ নভেম্বর। মনোনয়নপত্র বাছাইয়ের দিন ২২ নভেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ নভেম্বর। আর প্রতীক বরাদ্দ ৩০ নভেম্বর।