g আশরাফুলকে ছাড়িয়ে মাশরাফি-সাকিব | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

মঙ্গলবার, ২৯শে আগস্ট, ২০১৭ ইং ১৪ই ভাদ্র, ১৪২৪ বঙ্গাব্দ

আশরাফুলকে ছাড়িয়ে মাশরাফি-সাকিব

AmaderBrahmanbaria.COM
জুন ৯, ২০১৭
news-image

---

 

স্পোর্টস ডেস্ক :ওয়ানডেতে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়লেন মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসান। শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে কার্ডিফে ১৭৬তম ওয়ানডে ম্যাচ খেলতে নেমেছেন মাশরাফি, সাকিব।

শীর্ষে উঠতে মাশরাফি ও সাকিব পিছনে ফেলেছেন মোহাম্মদ আশরাফুলকে। ২০১৩ সাল থেকে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা আশরাফুল রঙিণ জার্সিতে ম্যাচ খেলেছেন ১৭৫টি।

২০০১ সালে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয় মাশরাফির। অন্যদিকে সাকিবের মাথায় ওয়ানডে ক্যাপ উঠে ২০০৬ সালে। বারবার ইনজুরির কারণে মাঠ থেকে ছিটকে যান মাশরাফি। অন্যদিকে সাকিব আন্তর্জাতিক ক্রিকেটে আগমণের পর থেকে দাপটের সঙ্গে খেলে যান।

এদিকে মুশফিকুর রহিম ১৭৫, তামিম ইকবাল ১৭২ এবং মাহমুদউল্লাহ রিয়াদ ১৪৪তম ওয়ানডে খেলতে মাঠে নেমেছেন।